রাঙামাটিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বড় দিন উদযাপিত

Published: 25 Dec 2019   Wednesday   

খ্রিষ্টান সম্প্রদায়ের বড় দিন উপলক্ষে  বুধবার রাঙামাটিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।

 

সকালে খ্রীস্টান সম্প্রদায়ের বড় দিন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ এর আয়োজনে খ্রীস্টিয়ান হাসপাতালেল অডিটরিয়ামে প্রার্থনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর সভাপতিত্বে এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ এর সভাপতি বিপ্লব মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পরে শুভ বড়দিন উপলক্ষে সমবেত প্রার্থনা, খ্রীস্ট সংগীত পরিবেশন করা হয়। সমবেত প্রার্থনা পরিচালনা করেন চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের পালক রেবারেন্ড সখরীয়া বৈরাগী।

 

এছাড়া রাঙামাটি শহরের তবলছড়ি, বিলাইছড়ি উপজেলায় মালুমনিয়া পাংখোয়া পাড়া ও বালুখালী ইউনিয়নের বসন্ত পাংওখায়া পাড়ায় বড় দিন উদযাপিত হয়েছে।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, এদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করছেন, এটাই বাংলাদেশের বৈশিষ্ট বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সাংসদ দীপংকর তালুকদার।

 

তিনি বলেন, প্রভু যীশু খ্রীস্টের বাণী আমাদেরকে সত্য ও সুন্দরের পথ দেখাই এবং অসাম্প্রদায়িক হতে শেখায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক ইচ্ছা এদেশে সকল ধর্মের মানুষের উৎসবে সকলে একাকার হয়ে অংশ নিবে, তারই প্রতিফলন ঘটছে এদেশে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত