ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন

Published: 21 Dec 2019   Saturday   

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবিতে গতকাল শনিবার রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ করেছে নব গঠিত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। 

 

শহরের বনরূপা  এলাকায়  মানবন্ধন চলাকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন,  এ্যাডভোকেট পারভেজ তালুকদার, মাওলানা আবু বক্কর, মোঃ শাহজাহান, মোরশেদা আক্তার প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষাভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালযের সামনে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা এ আইন সংশোধন না হওয়া পর্যন্ত কমিশনের সকল কার্যক্রম স্থগিত রাখার আহবানও জানিয়েছে বলেন, পার্বত্য ভূমি কমিশন আইন একটি কালো আইন। এ আইনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অর্ধেক জনগোষ্টির সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে। কমিশনে পাহাড়ের অর্ধেক জনগোষ্টি বাঙ্গালীদের কোন প্রতিনিধি নেই। তাই এ কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। তাই অবিলম্বে এ কমিশন আইন সংশোধন করা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দেন বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত