মহালছড়িতে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

Published: 12 Dec 2019   Thursday   

“সত্য মিথ্যা যাচাই আগে-ইন্টারনেটে শেয়ার পরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার খাগড়াছড়ির মহালছড়িতে ডিজিটাল বাংলাদেশ দিবস-উদযাপন করা হয়েছে। 
 
 
সকাল ১০টায়  মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে  ও মহালছড়ি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এক র‍্যালি উপজেলা থেকে শুরু হয়ে মহালছড়ির বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।
 
 
র‍্যালি শেষে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 
 
সারাদিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত, সংশ্লিষ্ট বিভাগের সহকারী প্রোগ্রামার সলিল চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউপি চের্য়ারম্যান রতন কুমার শীল, বিভিন্ন সরকারি অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু চাকমা, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা ও  স্থানীয় সাংবাদিক বৃন্দ। আলোচনা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত