মহালছড়িতে লীন প্রকল্পের অবহিতকরণ সভা

Published: 11 Dec 2019   Wednesday   

বুধবার খাগড়াছড়ির মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম এলাকায় মা ও শিশুর পুষ্টির উন্নয়নে অবদান রাখতে লিডারশীপ টু এনসিয়ুর এডিকুযেট নিট্রিশন(লীন) প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।


মহালছড়ি উপজেলা মিলনায়তনে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি উপজেলা প্রাণী সম্পদ সহকারী কর্মকর্তা শ্রুতি চাকমা, লীন প্রকল্পের খাগড়াছড়ি জেলা ব্যবস্থাপক নিখিল চাকমা। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মেজবাহুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, লীন প্রকল্পের এটিসি মাজহারুল ইসলাম, শ্বাসতি দেওয়ান ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প ব্যবস্থাপক আলো প্রিয় চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন লীন প্রকল্পের উপজেলা সমন্বয়ক ডরোথী চাকমা।


সভায় বক্তারা উন্নত ও দরিদ্রবান্ধব পুষ্টি সংক্রান্ত সেবা প্রদান, বৈচিত্র্যপূর্ন, নিরাপদ ও পুষ্টিকর খাবারের প্রাপ্যতা ও সহজলভ্যতা বৃদ্ধির জন্য ব্যাপক আলোচনা করেন এবং প্রকল্পের গৃহিত কর্মসূচী বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত