রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে খোলাবাজারে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু

Published: 10 Dec 2019   Tuesday   

জেলা প্রশাসনের উদ্যোগে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে খোলাবাজারে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু  করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

 

মঙ্গলবার সকাল থেকে রাঙামাটির স্থানীয় চারটি বাজারে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির আনুষ্টানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল। পর্যায়ক্রমে শহরের অন্যান্য এলাকাগুলোতেও পেঁয়াজ বিক্রি করা হবে বলে জানান, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল।  তবে একদিনে একজন ক্রেতা দুই কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন না।

 

পেঁয়াজের অস্থির বাজারে এখনও যেন সাধারণের প্রবেশাধিকার নেই। রাঙ্গামাটিতে এখনও প্রতি কেজি দেশি পেঁয়াজ ১৮০ থেকে ২০০ টাকা এবং তুরস্কের বড় পেঁয়াজ প্রতি কেজি বাজার ভেদে ১২০, ১৪৫ থেকে ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

 

অবশেষে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ নিজেই উদ্যোগী হয়ে টিসিবি ডিলার ও ব্যবসায়ীদের সঙ্গে দেন দরবারের মাধ্যমে ডিলারদের চট্টগ্রাম থেকে পেঁয়াজ আনতে রাজি করিয়েছেন। একজন ডিলার প্রতিদিন সর্বোচ্চ ১ টন পেঁয়াজ সংগ্রহ করতে পারবেন।

 

এদিকে জেলা প্রশাসকের অনুরোধে পরিবহন ব্যয় কমাতে চট্টগ্রাম টিসিবি কর্তৃপক্ষ সোমবার বিকেলে রাঙামাটির সাত জন লাইসেন্সধারী ব্যবসায়ীকে দশ মেট্রিক টন পেঁয়াজ দিয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত