রাঙামাটির নানিয়ারচরে ইউপিডিএফ নেতা গুলিবিদ্ধ

Published: 04 Dec 2019   Wednesday   

ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ইউনিয়ন কমিটির পরিচালক শুভাহু চাকমা ওরফে গিরি চাকমা (৪২) দুর্বৃত্তর গুলিতে আহত হয়েছেন। বুধবার রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের এগারাল্যাছড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।


জানা যায়, বুধবার ভোরের দিকে সাবেক্ষং ইউনিয়নের এগারাল্যাছড়া গ্রামের একটি বাড়িতে ঘুমাচ্ছিলেন ইউপিডিএফ নেতা শুভাহু চাকমা। এসময় ওই গ্রামের রুপায়ন চাকমা নামে এক যুবক একটি দেশীয় বন্দুক দিয়ে গিরি চাকমাকে গুলি করতে গিয়ে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ইউপিডিএফের নেতা শুভাহু চাকমা ওরফে গিরি চাকমার ডান হাতে গুলিবিদ্ধ হন। পরে গ্রামের লোকজন তাকে উদ্ধার কওে স্থাণীয়ভাবে চিকিৎসা দেন।


ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা শাখার সংগঠক অংগ মারমা সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের নেতা-কর্মীর উপর কোনো হামলা হয়নি। সংগঠনটির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যা-বানোয়াট খবর ছড়ানো হচ্ছে।


নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে। সেখানে কোন মৃত দেহ বা কোন কিছুই আলামত পায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত