রাঙামাটিতে আশিকার বিস্কুট বিতরণ কর্মসূচী’র শুভ উদ্বোধন

Published: 04 Dec 2019   Wednesday   

বুধবার  রাঙামাটিতে নানিয়ারচর উপজেলার ভূইয়ো আদাম পাড়া সেন্টার-২-এর ‘স্কুল ফিডিং প্রোগ্রাম’-এর আওতায় হাই এনার্জি বিস্কুট(৫০গ্রাম) বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।

 

আশিকা ডেভেলাপমেন্ট এসোসিয়েটস রাঙ্গামাটিতে বিশ্ব খাদ্য কর্মসূচী ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে কর্মসূচীর উদ্বোধন করেন  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নানিয়ারচর উপজেলার প্রকল্প ব্যবস্থাপক হিসেবে বায়রন চাকমা,। এসময়  উপস্থিত ছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচী র কর্মকর্তা.উদয়ন খীসাসহ আশিকার ডেপুটি নির্বাহী পরিচালক কক্সী তালুকদার এবং অন্যান্য প্রকল্প কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনকালে বায়রন চাকমা বলেন,এই কর্মসূচীর ফলে সেন্টারে শিশুদের ঝরে পড়া রোধসহ অপুষ্টি দূর হবে।বিশ্ব খাদ্য কর্মসূচীর কর্মকর্তা .উদয়ন খীসা উপস্থিত অভিভাবকদের ও পাড়া কর্মীদের অনুরোধ করেন শিশুদের বিস্কুট খাওয়ানোর পরে পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি খাওয়ানো।

 

উল্লেখ্য, প্রকল্পটি আশিকা রাঙ্গামাটির ১০ টি উপজেলায় ১৫ নভেম্বর ২০১৯ হতে একযোগে কাজ শুরু করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত