বিলাইছড়িতে পার্বত্য চুক্তির বর্ষপূর্তি উদযাপিত

Published: 02 Dec 2019   Monday   

সোমবার বিলাইছড়িতে সেনা জোনের আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২২তম বর্সপূর্তি উদযাপন করা হয়েছে।


দিনটি উপলক্ষে বিলাইছড়ি সেনা জোনের (৬ বীর) জোন কমান্ডার লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা পিএসসি বিলাইছড়ি স্টেডিয়ামে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় জোনের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শেখ সাহিদুল ইসলাম, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সাথোয়াই মার্মা ও ওয়ার্ড মেম্বার জ্যোতিময় চাকমা প্রমূখ।
এর আগে সকালে বিলাইছড়ি জোনের আয়োজনে এক আনন্দ র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি সদরের পল্টন ঘাট থেকে শুরু করে উপজেলা শিল্পকলা একাডেমীতে এসে সমাপ্ত করা হয়।


এছাড়াও দিনটি উপলক্ষে সকাল ১১ টার সময় মেডিকেল ক্যাম্পেইন ও বিকাল তিন টার দিকে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমীতে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত