পার্বত্য চুক্তি ২২বছর পূর্তি উদযাপন পালিত রাজস্থলীতে

Published: 02 Dec 2019   Monday   

“সন্ত্রাশ নয় শান্তি চাই, শঙ্কা মুক্ত নিরাপদ জীবন বাচতে চাই” প্রতিপাদ্য নিয়ে  রাজস্থলী উপজেলায় পার্বত্য চুক্তি ২২বছর পুর্তি  উদযাপন করা হয়েছে।

 

২৩ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট কাপ্তাই জোন উদ্যোগে উপজেলা পাবলিক হলে রাজস্থলী সাব জোন কমান্ডার ক্যাপ্টিম সৌমিক ইসলাম সভাপতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ২৩ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট জোন কমান্ডার লেঃ কর্ণেল মো. তৌহিদ উজ্জামান বিএসপি, পিএসসি, বিশেষ অতিথি ছিলেন উপ-অধিনায়ক মেজর আসাদ উজ্জামান লিংক, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ ছাদেক, অফিসার ইন-চার্জ মফজল আহমদ খান। এছাড়া উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান সাংবাদিক, হেডম্যান, কারবারী ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যের জোন কমান্ডার বলেন, কতিপয় সন্ত্রাসীদের কারণে রাজস্থলী উপজেলাবাসী সাপ্রতিক সবচেয়ে রত্তাক্ত ও  অশান্তির বিরাজ করছে। শান্তির মেঘাছন্ন আকাশ আর নয় এবার উপজেলা সর্বস্তরের জনসাধারণ নিয়ে প্রতিহত করবো। আমরা আবারো শান্তি ফিরিয়ে আনার স্বপ্ন দেখছি।  বক্তারা আরো বলেন, বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা ইচ্ছায় পার্বত্য শান্তি চুক্তি হয়েছিল। চুক্তির বেশি ভাগ বাস্তবায়ন হয়েছে। বাকীগুলো বাস্তবায়নধীন প্রক্রিয়া রয়েছে। কিন্তু কতিপয় ব্যক্তিদের স্বার্থে আজ পার্বত্য জেলাগুলো সন্ত্রাশ চাদাঁবাজ বৃদ্ধি হয়েছে। বার বার অনাঙ্খিত ঘটনা শিকার হচ্ছে স্থানীয় নিরীহ জনগণ। আলোচনা সভা েেশষে কবুতর উড়িয়ে র‌্যালী সুচনা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত