বিলাইছড়িতে জোড়া খুনের ঘটনায় নিহতের স্ত্রীর এক ছেলে সন্তানের জন্ম

Published: 02 Dec 2019   Monday   

রাঙামাটির বিলাইছড়িতে সম্প্রতি প্রতিবেশী  কর্তৃক হত্যার শিকার দুই সহোদরের মধ্যে নিহত গ্রাম পুলিশ সদস্য দীপংকর তঞ্চঙ্গ্যার মৃত্যুর তিনদিন পর স্ত্রী কর্তৃক এক ছেলে সন্তানের জন্ম হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ডিসেম্বর আনুমানিক ভোর রাত পৌনে ৪টার দিকে এই ছেলে সন্তানের জন্ম হয়। হাসপাতালে গিয়ে দেখা গেছে মা ও ছেলে উভয়েই বর্তমানে সুস্থ আছে।

 

নিহত দীপংকর তঞ্চঙ্গ্যার স্ত্রী অঞ্জনা তঞ্চঙ্গ্যার সাথে হাসপাতালে দেখা  করতে গেলে কাঁন্না জড়িত কন্ঠে বলেন, সদ্য জন্ম হওয়া ছেলে সন্তান ছাড়াও তাদের ঘরে এ্যানি তঞ্চঙ্গ্যা নামে সাত বছরের আরও এক মেয়ে সন্তান আছে। সে সামনের বছর তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবে। তাই দুই সন্তান নিয়ে তিনি হতাশায় রয়েছেন। একদিকে স্বামীর মৃত্যুর শোক সামলাবেন নাকি দুই সন্তান নিয়ে তিনি কিভাবে জীবন যাপন করবেন সেই চিন্তায় চিন্তিত আছেন। কারণ সদ্য জন্ম দেয়া শিশুর জন্য তিনি এখন কোন কাজ করতে পারবে না। এজন্য তিনি সংসার সামলাবেন নাকি মেয়ের লেখাপড়ার খরচ জোগাড় করবেন।  তিনি আরও বলেন, আমার স্বামীর স্বপ্ন ছিল তার সন্তানদের লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত  করবেন। আর দেখেন নতুন জন্ম হওয়া আমার সন্তান কতবড় দূর্ভাগা যে জন্মের পর নিজের জন্মদাতা পিতাকে পর্যন্ত এক পলক দেখতে পারলনা। তিনি বলেন, যেহেতু আমার স্বামী গ্রাম পুলিশ সদস্য ছিল। তিনি যতদিন  ছিলেন সততার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তাই তিনি সরকারের কাছে তার দুই সন্তানের লেখাপড়ার ও পরিবারের ভরন পোছনের জন্য সহযোগীতা কামনা করেন। এবং প্রশাসনের কাছে তার স্বামীর হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার আহবান জানান। যাতে করে তার স্বামীর আত্বার শান্তি পায়।

 

উল্লেখ্য, গেল ২৯ নভেম্বর বিলাইছড়ির কুতুবদিয়া গ্রামে গরু দিয়ে বাগানের ফলের গাছ নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিবেশী লক্ষীজয় মার্মার ধারালো দা এর কোপে গ্রাম পুলিশ সদস্য দীপংকর তঞ্চঙ্গ্যা (৩০) ও ছোট ভাই শ্রীকান্ত তঞ্চঙ্গ্যা (২০) নিহত হয়। এই ঘটনায় নিহতদের বড় বোন সোনা বালা তঞ্চঙ্গ্যা (৩৭) ও তার ছেলে প্রশান্ত তঞ্চঙ্গ্যাও (১২) গুরুতর আহত হয়। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এবং এই ঘটনায় গত ৩০ নভেম্বর নিহতের পরিবারের পক্ষ থেকে লক্ষীজয় মার্মাকে প্রধান আসামী করে মোট তিনজনের বিরুদ্ধে বিলাইছড়ি থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত