নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আর্ন্তজাতিক প্রতিবাদ দিবস রাঙামাটিতে মানবন্ধন

Published: 27 Nov 2019   Wednesday   

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আর্ন্তজাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে বুধবার রাঙামাটিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।


নারী ও শিশুর উপর ধর্ষন এবং সকল যৌন সহিংসতার বিরুদ্ধে আমরা শ্লোগানকে সামনে রেখে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগী সংগঠন আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ও হিল ফ্লাওয়ারের উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবন্ধনে বিভিন্ন এনজিও এবং নারী সংগঠনসহ নানান শ্রেনী পেশার লোকজন প্লেকার্ড ও ফেষ্টুন নিয়ে অংশ নেন। মানববন্ধন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এসএম শফি কামাল, জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক হোসনে আরা বেগম উপস্থিত ছিলেন।

 

মানবন্ধচলাকালে চলাকালে জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য কর্মী নিরুপা দেওয়ানের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন নিমাওয়ান্টির নির্বাহী পরিচালক নারী নেত্রী টুকু তালুকদার, টিআইবির এরিয়া ম্যানেজার বেনজিন চাকমা, হিলপ্লাওয়ারের প্রকল্প সন্বয়ক মিলন চাকমা। মানবন্ধনে মানপত্র পাঠ করেন আশিকা মানবধিক উন্নয়ন সংস্থার উপ-নির্বাহী পরিচালক কক্সি তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রকল্প সমস্বয়কারী দয়াল কান্তি চাকমা।

 

এছাড়া মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেন মহিলা বিষয়ক অধিদপ্তর, বেসরকারী উন্নয়ন সংস্থা হিমাওয়ান্তি, সিএইটি ওমেন একটিভিষ্ট ফোরাম,প্রোগ্রেসিভ, নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলন, টিআইবি-সনাকসহ কয়েকটি সংগঠন।


মানবন্ধনে বক্তারা নারী সংহিংসতা ও যৌন নির্যাতরকারীদের অবিলম্বে শান্তি ও যাদের এখনো গ্রেফতার করা হয়নি তাদের গ্রেফতারের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত