কাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা নিরসনে ১৬ দিনব্যাপী কর্মসূচী অনুষ্ঠিত

Published: 26 Nov 2019   Tuesday   

"নারী পুরুষ সমতা,রুখতে পারে সহিংসতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেন্ডার ভিত্তিক সহিংসতা নিরসনে ১৬ দিনব্যাপী কর্মসূচীর প্রথমদিন  গেল সোমবার(২৫ নভেম্বর) অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচী দুই ভাগে উদযাপিত হয়।প্রথম পর্যায়ে ছাগ্রছাত্রী ও শিক্ষকদের নিয়ে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুলাল হোসেন। আরএইচস্টেপ, ইউবিআর-২ এর রাজস্থলী শাখার ইয়ুথ অফিসার এপ্পি চাকমার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএইচস্টেপ,ইউবিআর-২ এর রাজস্থলী শাখার ম্যানেজার কাজী মুশফিকুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজীব কুমার দে। প্রধান অতিথি কাজী মুশফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন,বর্তমান অবস্থার প্রেক্ষিতে নারীদের প্রতি সমাজের সহিংসতা শুরু হয় পরিবার থেকেই। এছাড়া রাস্তাঘাটে, অফিস,আদালত সব জায়গায় হচ্ছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। তাই সহিংসতা বন্ধে নারী-পুরুষ সমতাই পারে এই সহিংসতা রোধ করতে।

 

তিনি আরো বলেন, আরএইচস্টেপ বিভিন্ন  সচেতনতা মূলক দিবস উদযাপন করে থাকে,তার মধ্যে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের কর্মসূচী পালন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত