রাঙামাটিতে সিআইপিডিএর উদ্যোগে চক্ষু ক্যাম্প ও শিশু সেবা ও সাধারণ স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত

Published: 26 Nov 2019   Tuesday   
no

no

সোমবার রাঙামাটির সাপছড়ি ইউনিয়ন কমপ্লেক্সে সিআইপিডিএর উদ্যোগে চক্ষু ক্যাম্প ও শিশু সেবা ও সাধারণ স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে বাস্তবায়নাধীন“সমৃদ্ধি কর্মসূচি”র আওতায় সিআইপিডি এই হেলথ ক্যাম্পের আয়োজনে চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা। এসময় সিআইপিডিএর অর্থ সম্পাদক এঞ্জেলা দেওয়ান, আঞ্চলিক ব্যবস্থাপক ভেটায়েন চাকমা, সাপছড়ি ইউনিয়নের চেয়ার ম্যান মৃণাল কান্তি চাকমা।


আয়োজিত ক্যাম্পে ৩৪ শিশু, ৭৩জন নারী-পুরুষকে সাধারণ রোগের চিকিৎসা ও ৮১ জনচক্ষু রোগীকে বিনামুল্যে ঔষধ ও সেবা প্রদান করা হয়, তম্মধ্যে ২৭ জন চক্ষু রোগিকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। সোমবার সকাল থেকে গ্রামবাসীরা চিকিৎসার জন্য সাপছড়ি ইউনিয়ন কমপ্লেক্সে -এ জড়ো হয়। প্রথমে তাদের রোগ অনুযায়ী রেজিষ্ট্রেশন করে সারিবদ্ধভাবে সেবা প্রদান করা হয়। এই ক্যাম্পে ডা: এম এ আব্দুলহাই (জুনিয় কনসাল্টটেন্ট শিশু, রাঙামাটি), ডাঃ শোধন চাকমা ও লায়ন্স চক্ষু হাসপাতাল, চট্ট্রগ্রাম চক্ষু চিকিসা প্রদান করেন।


উল্লেখ্য, এই কর্মসূচি আওতায় এযাবৎ ৬ টি চক্ষু ক্যাম্প ও ২২ টি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত