রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সৌজন্য সাক্ষাত

Published: 26 Nov 2019   Tuesday   

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট বলেছেন, অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশের শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিবছর অস্ট্রেলিয়ান সরকার ৭০জন বাংলাদেশী শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে থাকে। এর মধ্যে শতকরা দশ ভাগ বৃত্তি বাংলাদেশের আদিবাসী ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ রয়েছে।

 

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সাথে তার অফিসকক্ষে এক সৌজন্য সাক্ষাতকালে  অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট এ কথা বলেন।

 

সাক্ষাতকালে অস্ট্রেলিয়ান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি(ইকোনোমিক এন্ড কমার্শিয়াল ডিপ্লোমেসি) ডানকান ম্যাক্কালাহ, প্রোগ্রাম ম্যানেজার এম আই নাহিল, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ ও জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা  প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সাক্ষাতকালে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা হাই কমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, অস্ট্রেলিয়ান সরকারের এ উদ্যোগ দেশের মানবসম্পদ উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। বিগত সময়ে ইউএিনডিপির সহযোগিতায় অস্ট্রেলিয়ান সরকারের বৃত্তি নিয়ে এ অঞ্চলের যেসমস্ত ছাত্র-ছাত্রী অস্ট্রেলিয়া থেকে পড়াশুনা করে ডিগ্রি অর্জন করেছেন তারা দেশে-বিদেশে নিজেদের অবদান রাখতে সক্ষম হয়েছে।

 

তিনি আরো বলেন,অস্ট্রেলিয়ান সরকার বৃত্তির পাশাপাশি এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে এগিয়ে আসবে। একইসঙ্গে তিনি ঘোষণা করেন অস্ট্রেলিয়ান সরকারের বৃত্তি পাওয়ার জন্য রাঙামাটি জেলা থেকে যেসমস্ত প্রার্থী অংশ গ্রহণ করবে তাদেও আইএলটিএস প্রস্তÍুতিতে পরিষদ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত