ব্লাষ্টের উদ্যোগে তাজরিন ট্রাজেডির ৭ বছর পুর্তি উপলক্ষে বিদ্যালয়ে এক মিনিট নীরবতা পালন

Published: 25 Nov 2019   Monday   

শ্রমিক নিরাপত্তা ফোরামের সাথে একাত্ম প্রকাশ ও সাভারে তাজরিন ফ্যাশন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ডের নিহত ও আহত শ্রমিকের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানাতে রাঙামাটিতে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এক মিনিট নীরবতা পালনের করে শ্রদ্ধা জানিয়েছে। রোববার জেলার সদর উপজেলাধীন কুতুকছড়ি ইউনিয়নের মাউরুম আইডিয়াল স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীরা স্মরণ করেন। 

 

উল্লেখ্য, ২০১২ সালের ২৪শে নভেম্বর তারিখ ঢাকা জেলার সাভার উপজেলাধীন আশুলিয়ার নিশ্চিন্তাপুরে অবস্থিত তোবা গ্রুপের মালিকানাধীন তাজরিন ফ্যাশন গার্মেন্টস এ ভয়াবহ অগ্নিকান্ডের ফলে অন্তত ১১২ জন শ্রমিক নিহত ও দুই শতাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটে। তাজরিন অগ্নিকান্ডের প্রেক্ষিতে ২০১২ সালে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বেলা এবং আইন ও সালিস কেন্দ্র (আসক) কর্তৃক (রীট পিটিশন নং-১৫৬৯৩/২০১২) উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করা হয়। এছাড়াও ২০১৩ সালে তিনজন নৃতত্ত্ববিদ আরো একটি রীট পিটিশন (রীট পিটিশন নং-৪৪৬৭/২০১৩) উচ্চ আদালতে দায়ের করেন। বর্তমানে মামলা দুটি শুনানীর জন্য উচ্চ আদালতে অপেক্ষমান রয়েছে।

 

তাজরিন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকান্ডে নিহত ও আহত শ্রমিকদের শ্রদ্ধাভরে স্মরণ করতে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), রাঙামাটি ইউনিট উদ্যোগে জেলার সদর উপজেলাধীন কুতুকছড়ি ইউনিয়নের মাউরুম আইডিয়াল স্কুলে উপস্থিত শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এক মিনিট নীরবতা পালন করেন। এসময় উপস্থিত ছিলেন ব্লাষ্টের রাঙামাটি ইউনিটের স্টাফ লইয়ার অ্যাডভোকেট মিলন চাকমা, প্রোগ্রাম সাপোর্ট স্টাফ সচিব চাকমা এবং বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত