রাঙামাটির তবলছড়ি শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

Published: 22 Nov 2019   Friday   

রাঙামাটি শহরের তবলছড়ি শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের নবগঠিত ১৭ সদস্যের পরিচালনা কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

 

রক্ষাকালী মন্দির প্রাঙ্গনে মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা শ্রী মধুসুধন ভট্টাচার্য নব-নির্বাচিত ১৭ সদস্যের কমিটিকে শপথ বাক্য পাঠ করান। নব-নির্বাচিত সদস্যরা সকলে নিজ নিজ শপথ বাক্য পাঠ করে আগামী তিন বছরের জন্য রক্ষা কালী মন্দিরের পরিচালনা পরিষদের দায়িত্বভার গ্রহন করেন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে রক্ষাকালী মন্দিরের পুরোহিত শ্রী রণধীর চক্রবর্তী, মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য ত্রিদীপ কান্তি দাশ, রাঙ্গামাটি জেলা জজ কোর্টের এডভোকেট দুলাল কান্তি সরকার, রাঙামাটি পৌরসভার কাউন্সিলর পুলক দে, রাঙামাটি পৌরসভার মহিলা কাউন্সিলর রূপসী দাশ গুপ্তা, রাঙামাটি পৌরসভার কর্মকর্তা শ্রী মিহির দেব শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

নব-নির্বাচিত কমিটিতে সভাপতি শ্রী আশীষ কুমার দে, সাধারণ সম্পাদক শ্রী পঙ্খজ মল্লিক ও কোষাধ্যক্ষ শ্রী অরূপ মুৎসুদ্দীসহ ১৭ সদস্য মন্দিরে অভিষেক অনুষ্ঠানে শপথ নেন।

 

আগামী তিন বছরের জন্য রক্ষা কালী মন্দিরের নব-গঠিত ১৭ সদস্যের মধ্যে অন্যান্যরা হলেন, শ্রী শ্যামল মিত্র-সহ সভাপতি, শ্রী রতন কুমার দে- সহ সাধারণ সম্পাদক, শ্রী খোকন কুমার দে-দপ্তর সম্পাদক, শ্রী চানু নন্দী-দৈনন্দিন পূজা সম্পাদক ও তত্বাবধায়ক, শ্রী মিঠু কুমার দে- প্রচার ও প্রকাশনা সম্পাদক, শ্রী স্বরূপ ধর -সাংস্কৃতিক সম্পাদক, শ্রী পুলক চক্রবর্তী-সদস্য, শ্রী রাজীব দাশ-সদস্য, শ্রী ত্রিদীপ ঘোষ-সদস্য, শ্রী চাঁদ ত্রিপুরা-সদস্য, শ্রী রিপন দাশ-সদস্য, শ্রী রাজন নন্দী-সদস্য, শ্রীমতি কৃষ্ণা রানী দে- মহিলা সদস্য ও শ্রীমতি দিপালী ত্রিপুরা- মহিলা সদস্য।

 

উল্লেখ্য রাঙামাটি শহরের তবলছড়ি ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে গত ১০ নভেম্বর অনুষ্ঠিত সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে ১৭ নভেম্বর  শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে আগামী তিন বছর মেয়াদে ১৭ সদস্য বিশিষ্ট মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত