ঘাতক ট্রাক চালককে গ্রেফতারের দাবিতে রাঙামাটি সরকারী কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

Published: 18 Nov 2019   Monday   

রাঙামাটিতে কলেজ শিক্ষার্থী এশিচিং মারমাকে হত্যার ঘটনায় অভিযক্ত ট্রাক ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে সোমবার মানববন্ধন করেছে রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা।


সকালের দিকে কলেজের সম্মুখে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের উপর ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মনোয়ার কবির, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলামসহ সিনিয়র শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন।


মানববন্ধনে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা অভিলম্বে ঘাতক ট্রাক ড্রাইভারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


উল্লেখ্য, গেল রোববার সকাল সাড়ে দশটার সময় রাঙামাটি চট্টগ্রাম সড়কের রানীর হাট থেকে সিএনজি অটোরিক্সা (চট্টগ্রাম-থ-১২-৮০২৭) ৫ জন যাত্রী নিয়ে রাঙামাটি শহরে যাওয়ার সময় ঘাগড়ার কলা বাগান এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে নামতে থাকা দ্রুতগতির একটি ট্রাক(চট্টমেট্রো-ট-১১-৮১৮৪) উক্ত সিএনজিকে ধাক্কা দেয়। এতে ভেতরে থাকা অটোযাত্রী রাঙামাটি কলেজের শিক্ষার্থী এশিচিং মারমা ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনার এক শিশুসহ আরো চারজন আহত হয়েছেন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। কলাবাগান এলাকার নীচু রাস্তায় ব্রেক ফেল করে রাঙামাটিমুখী যাত্রীবাহি সিএনজি অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় ঘাতক ট্রাকের চালক রমজান পলাতক রয়েছে। ট্রাক চালকের বাড়ি রানীরহাট এলাকায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত