অচাই পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Published: 17 Nov 2019   Sunday   

অচাই পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববারঅভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

বিদ্যালয় কক্ষে  সমাবেশে বিদ্যালয়ে প্রধান শিক্ষক চাইহ্লাউ মারমা সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাবারাং কল্যাণ সমিতির সেতু-এমএলই প্রকল্পে ফিল্ড ফ্যাসিলিটেটর ধনেশ্বর ত্রিপুরা, সেতু-এমএলই প্রকল্প অফিসার চুমকি মারমা, সংঘপাড়া কার্বারী ফুলেন কিশোর ত্রিপুরা, ভূমিদাতা ও অচাই পাড়া কার্বারী কিত্তিরঞ্জন ত্রিপুরা, মা দলের সম্পাদক ববিতা ত্রিপুরা ও  সভাপতি বৃত্তবালা ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মেন জ্যোতি ত্রিপুরা।

 

এসময় বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক উপস্থিতিতে বার্ষিক পরীক্ষা ভালো ফলাফলের লক্ষ্য ছাত্রছাত্রীর  অভিভাবক ও ছাত্রছাত্রীদের পড়াশুনায়  নজর দেওয়ার জন্য সকলে পরামর্শ দেন। সাথে মহান বিজয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

ছাত্রছাত্রীদের মেধা বিকাশের জন্য জাবারাং কল্যাণ সমিতির সেতু-এমএলই প্রকল্প পক্ষ থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণি রেডিং পরীক্ষা নেওয়া হয়। পরে অংশগ্রহণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এবং দুজন মেধাবী ও গরীব শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত