খাগড়াছড়িতে যক্ষা বিষয়ক এডভোকেসী সভা

Published: 17 Nov 2019   Sunday   

রোববার খাগড়াছড়িতে যক্ষা বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।


 নাটাব এর উদ্যোগে খাগড়াছড়ির প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ক্লাবের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নাটাব এর খাগড়াছড়ির সম্পাদক জীতেন বড়–য়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মিটন চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মৃদুল কান্তি ত্রিপুরা।  সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীদেরকে যক্ষা রোগের বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি ও বিশেষ।


এ সময় তারা বলেন সরকার পাঁচ রোগ নিয়ে গুরুত্বসহকারে কাজ করছে তার মধ্যে যক্ষা একটি। আগে বলা হতো যক্ষা হলে রক্ষা নেই। তবে এখন শ্লোগান পরিবর্তন হয়েছে। এখন বলা হয় যক্ষা হলে রক্ষা নাই এ কথার ভিত্তি নাই। এখন সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী সংস্থা ও যক্ষা নিয়ে কাজ করছে এবং যক্ষা রোগের ওষধ একদম বিনা মূল্যে পাওয়া যায়। সরকারী হাসপাতাল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সকল ক্লিনিকে এ রোগের চিকিৎসা ও ঔষধ একদম বিনা মূল্যে পাওয়া যায়।


যক্ষা নিয়ে তারা বলেন শরীরের নখ আর চুল বাদে যেকোন অংশে এ রোগ হতে পারে। তবে এ রোগ কারো ধরা পড়লে আতংকিত না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তারা। নিয়মিত ও পূর্ণ মেয়াদে ঔষুধ খেলে যক্ষা রোগ সম্পূর্ণ ভালো হয়।


এ সময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের যক্ষা নিয়ে সচেতনতা মূলক সংবাদ পরিবেশন করার জন্য অনুরোধ করেন তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত