সেনা বাহিনীর উদ্যোগে জুরাছড়িতে কৃষি সরঞ্জাম, ঢেউ টিন, সেলাই মেশিন,অনুদান প্রদান

Published: 14 Nov 2019   Thursday   
no

no

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় সেনা বাহিনীর উদ্যোগে কৃষি সরঞ্জাম, ঢেউ টিন, সেলাই মেশিন, ছাত্র-ছাত্রীদের পড়া লেখার জন্য অনুদান প্রদান এবং স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কার্ব্বারীসহ সরকারী কর্মকর্তাদের অংশগ্রহনে মতবিনীময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গেল ১৪ নভেম্বর বনযোগীছড়া জোন দপ্তরে সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি জোন অধিনায়ক লে.কর্ণেল মোঃমাহমুদুল হাসান, নবাগত জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ তানভীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, মেজর নূর-ই আহমেদ-আল-শাফি, মেজর এসএম মাঝহারুল আদনান, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা উপস্থিত ছিলেন।


শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জোন অধিনায়ক লে.কর্ণেল মোঃমাহমুদুল হাসান। এ এছাড়া উপজেলায় সার্বিক উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, সার্বিক আইন শৃংখলা বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুল হাই বক্তব্য রাখেন, এছাড়াও জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা ও মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা,রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয় গিরি চাকমা তেল্যামুরা কার্ব্বারী রনজিৎ চাকমা, লুলাংছড়ি মৌজার হেডম্যান মায়া নন্দ দেওয়ান বক্তব্য রাখেন।


এ সময় জোন অধিনায়ক লে.কর্ণেল মোঃমাহমুদুল হাসান বলেন, রাঙামাটি জেলায় সরাসরি সড়ক পথ করার পরিকল্পনা রয়েছে। কিন্ত এলাকায় কিছু চাঁদাবাজ- সন্ত্রাসীর কারণে এ ধরণের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বাঁধাগ্রস্থ্য হচ্ছে। এসব উন্নয়ন কাজে বাঁধা প্রদানকারী চাঁদাবাজ- সন্ত্রাসীদের সামাজিক ভাবে প্রতিরোধ করতে হবে। তাঁদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হলে এলাকায় বিরাজমান শান্তিপূর্ন পরিবেশ বিনষ্ট হয়ে যাবে।


মতবিনীময় শেষে মোঃজাফর আহম্মে ও চাকাকুল চাকমাকে ৩ বন্ডিল করে ঢেউটিন, বেকার যুবতি রূপা চাকমাকে ১টি সেলাই মেশিন, বালুখালী ইউনিয়নে শিক্ষাধন কার্ব্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লটা পাইপ, বসন্ত কাইন্দ্যা দৌজরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য জাসি, উপজেলায় দরিদ্র দশ জন ছাত্র-ছাত্রীকে অনুদান প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত