ভারতে প্রধান বিচারপতিকে মোদির শুভেচ্ছা জানানোর খবরটি ভূয়া

Published: 14 Nov 2019   Thursday   

বুধবার বিভিন্ন গণমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যর বাবরি মসজিদ মামলার রায়ের জন্য দেশটির প্রধান বিচারপতি রঞ্জন গোগোইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানোর খবর প্রকাশিত হয়েছে। সেটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন। গেল ১৩ নভেম্বর বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় হাই কমিশনের গোচরে স্থানীয় যোগাযোগ মাধ্যমের একটি সংবাদ এসেছে। যেখানে দাবি করা হচ্ছে যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন। এই চিঠি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ। এর উদ্দেশ্য বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা। জনপরিসরে ভারত সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভূল তথ্য প্রচার করার এই অপচেষ্টা অত্যন্ত গর্হিত ও অনুচিত।
-- প্রেস বিজ্ঞপ্তি

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত