কুতুবদিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উদ্যাপন

Published: 03 Nov 2019   Sunday   

বিলাইছড়ির কুতুবদিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধবিহারে রোববার ৩২তম দানোশ্রেষ্ঠ দানোত্তম শুভ মহান কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয়েছে।

 

বিহার প্রাঙ্গনে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধর্মীয় দেশনা প্রদান করেন ত্রিরতœ ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশ এর সভাপতি ও রাজস্থলী মৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের। পার্বত্য ভিক্ষুৃ সংঘ, বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি ও দীঘলছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আর্য্যলংকার থের এর সভাপতিত্বে প্রধান ধর্মালোচক ও বিশেষ ধর্মালোচক হিসেবে ধর্মীয় দেশনা প্রদান করেন বাঘমারা আবাসিক বিমুত্তি সুখ মহাসতি পট্ঠান বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ও অভিধর্ম বিশারদ ভদন্ত শাক্য জ্যোতি ভিক্ষু ও পার্বত্য ভিক্ষু সংঘ, বিলাইছড়ি শাখার সাধারণ সম্পাদক এবং কেরন ছড়ি দশবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিপুল জ্যোতি থের। কুতুবদিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতিলঙ্কার ভিক্ষুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি সুমন তঞ্চঙ্গ্যা। এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।


এর আগে সকালে ১ম পর্ব অনুষ্ঠানে বিশ্বশান্তি মঙ্গল কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধ পুজা,অষ্টপরিষ্কারদান ও সংঘদান করা হয়। এবং সন্ধ্যায় আকাশ প্রদীপ (ফানুসবাত্তি) উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠনের পরিসমাপ্তি ঘটে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত