বিলাইছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

Published: 31 Oct 2019   Thursday   

‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস, অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। 

 

এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক একটি বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ চৌধুরী, মেডিক্যাল অফিসার সুবীর চাকমা, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক প্রীতি রঞ্জন চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশী লাল চাকমা, উপ-সহকারি প্রকৌশলী (জনস্বাস্থ্য) পূর্ণেন্দু চাকমা, বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা এবং একটি বাড়ি একটি খামার এর উপজেলা সমন্বয়কারী নিত্যলাল তঞ্চঙ্গ্যা প্রমুখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত