আওয়ামীলীগকে পার্বত্য অঞ্চলের জনগণ ভালোবাসে-দীপংকর তালুকদার এমপি

Published: 28 Oct 2019   Monday   

রাঙামাটি আসনের সাংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের যে কোন রাজনৈতিক সংগঠন করার অধিকার রয়েছে। কিন্তু আঞ্চলিক সংগঠনগুলো পাহাড়ের সাধারণ জনগনসহ আওয়ামীলীগের নেতা-কর্মীদের  হুমকি দেয় দল পদত্যাগ করার জন্য, পাহাড়ীদের আওয়ামীলীগের রাজনীতি করা যাবে না। কিন্তু আওয়ামীলীগকে পার্বত্য অঞ্চলের জনগণ ভালোবাসে। তাই পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর প্রাণনাশের হুমকি উপেক্ষা করে আওয়ামীলীগকে সমর্থন দিয়ে আসছে। 

 

সোমবার রাঙামাটির জুড়াছড়ি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা কলেন। 

 

উপজেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সাংসদ সদস্য দীপংকর তালুকদার। বক্তব্যে দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমা, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা দপ্তর সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা প্রমুখ।

 

এর আগে নেতা-কর্মীদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন দীপংকর তালুকদার। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত