অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাজনীতি আওয়ামীলীগের মূলনীতি-সন্তোষ কুমার চাকমা

Published: 22 Oct 2019   Tuesday   

সুশৃঙ্খল রাজনীতিই আওয়ামীলীগের নীতি। নেতৃত্বের প্রতিযোগিতার মাধ্যমে যোগ্যতা সম্পন্ন ত্যাগী ও মেধাবী নেতাকর্মীরা দলের হাল ধরবে। দলকে সঠিক পথে পরিচালনা করবে। বাংলাদেশ আওয়ামীগের অসাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত রাষ্ট্র পরিণত করবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। দেশ এগিয়ে যাচ্ছে প্রবৃদ্ধি বেড়ে চলেছে।

 

তাই আমরা সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন দেখি। এক সময় লংগদুতে আওয়ামীগ করার মানুষ পাওয়া যেত না।  আমাদের জননেতা দীপংকর তালুকদার এই এলাকার মানুষকে বুঝাতে সক্ষম হয়েছেন যে আওয়ামীলীগ অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দল। এ দল দেশের মানুষের জন্য কাজ করে।

 

মঙ্গলবার বাংলাদেশ আওয়ামীলীগ  ৩ নং গুলশাখালী ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা এ কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন।

 

এ সময় আরো বক্তব্য রাখেন লংগদু উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আবদুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন গুলশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম কামাল। এর আগে দুপুরে  গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনর কর্মসুচি শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও লংগদু উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা জোতির্ময় চাকমা। সম্মেলনে লংগদু উপজেলা ও গুলশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিকেলে ত্রিবার্ষিক কাউন্সিলে শফিকুল ইসলাম সভাপতি ও মাসুদ রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত