জাতীয় পর্যায়ে কাবাডিতে চ্যাম্পিয়ন রাঙামাটির নারী কাবাডি দলের খেলোয়াড়দের সংবর্ধনা

Published: 22 Oct 2019   Tuesday   

৪৮তম গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন রাঙামাটির ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের নারী কাবাডি দলের খেলোয়াড়দের মঙ্গলবার সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

রাঙামাটি ফ্রেন্ড্স ক্লাবের উদ্যোগে পযর্টন কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। ফ্রেন্ড্স ক্লাবের সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জুরাছড়ি জোন কমান্ডার লে কর্ণেল মাহমুদুল হাসান, এডিসি শারমিন আলম, জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কান্তি চাকমা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শফিউল আযম প্রমুখ।

 

জুরাছড়ি ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের নারী কাবাডি দলের অধিনায়ক প্রভি চাকমা বলেন, তারা প্রতিটি দলকে সহজে পরাজিত করতে পেরেছে।  তেমন কোনো অনুশীলন ও প্রশিক্ষণ তারা পায়নি। সবার সহযোগিতা পেলে আন্তর্জাতিক ভাবে খেলতে পারবে।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, বাংলাদেশের দুর্গম পার্বত্য জুরাছড়ি উপজেলা থেকে জাতীয়ভাবে কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয়ে পুরো রাঙামাটি এখন আনন্দে ভাসছে। এ অর্জন রাঙ্গামাটির ক্রীড়াংগনকে উজ্জীবিত কররছে। কাবাডিসহ অন্যান্য খেলা অব্যাহত রাখলে রাঙামাটির খেলাধূলার আরো উন্নতি ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

উল্লেখ্য, গেল ২ অক্টোবর অনুষ্ঠিত ৪৮তম গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি বিজয়ী হয় তারা। সব বিভাগকে হারিয়ে সর্বশেষ ঢাকা বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খুদে শিক্ষার্থীরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত