বিলাইছড়িতে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

Published: 21 Oct 2019   Monday   

বিলাইছড়িতে সোমবার পানির উৎসের তত্ত্বাবধায়কদের উৎস মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।


স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টান্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায় এবং বিলাইছড়ি উপজেলা পরিষদ এর আয়োজনে প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে বিলাইছড়ি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস। উপজেলার মোট ত্রিশ জনকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।


১নং বিলাইছড়ি ইউপি কমপ্লেক্সে আয়োজিত প্রশিক্ষণ উদ্ধোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে সভায় সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য, স্যানিটেশন ও বিশুদ্ধ পানি সরবরাহ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের অফিস সহকারী আব্দুল জলিল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাইকার উপজেলা ফ্যাসিলিটেটর খোকন বিকাশ ত্রিপুরা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, ১নং বিলাইছড়ি ইউপির সচিব অনিল কান্তি তঞ্চঙ্গ্যা এবং দৈনিক চট্টগ্রাম প্রতিদিন প্রত্রিকার বিলাইছড়ি প্রতিনিধি অসীম চাকমা।


এসময় বক্তারা বলেন, শুধু প্রশিক্ষণ গ্রহণ করলে হবেনা, প্রশিক্ষণ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা বাস্তব জীবনে কাজে লাগাতে পারলেই প্রশিক্ষণ নেয়াটা স্বার্থক হয়ে উঠে। তাই তারা উপস্থিত সকলকে মনোযোগ সহকারে প্রশিক্ষণটি গ্রহণ করার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত