রাঙামাটি বি এম ইন্সটিটিউটের নবীনবরণ অনুষ্ঠিত

Published: 19 Oct 2019   Saturday   

"আত্নকর্মসংস্থান ও কর্মমুখী শিক্ষাই আমাদের লক্ষ্য" এই প্রতিপাদ্যে শহরের শনিবার রুপনগর এলাকায় রাঙামাটি বি এম ইন্সটিটিউটের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বি এম ইন্সটিটিউটের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ। রাঙামামাটি বি এম ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বি এম ইন্সটিটিউটের প্রাক্তন অধ্যক্ষ মাহমুদুন নবী খান দুলাল,পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসাইন কবীর, প্রাক্তন  পৌরমেয়র কাজী নজরুল ইসলাম,বি এম ইন্সটিউটের হিসাববিজ্ঞান লেকচারার সজল চক্রবর্তী সহ বি এম ইন্সটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেন, জীবনে সাফল্য পেতে হলে সোজাসুজি কোনো উপায় নেই।সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে।

 

তিনি আরোও বলেন,প্রত্যেক শিক্ষার্থীকে জীবনের একটি লক্ষ্য ও উদ্দেশ্য রাখতে হবে।এবং সেই সাথে লক্ষ্য অর্জনের কঠোর পরিশ্রম ও আত্নবিশ্বাসী হতে হবে।

--হিলবিডি২৪/সম্পদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত