বরকলে যুবদের নিয়ে দু`দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ শুরু

Published: 14 Oct 2019   Monday   

বরকলে  মৎস্য চাষ, অাদা - হলুদ চাষ ও যুব সচেতনতামূলক বিষয়ের উপর দু`দিন ব্যাপী প্রশিক্ষণে প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির যুবদের নিয়ে প্রশিক্ষণ ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছর  জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি( জাইকা) প্রকল্পের অাওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রিয় রতন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক ডাঃ পরেশ দেওয়ান। এসময়  জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের মৎস্য প্রশিক্ষক রূপক বড়ুয়া জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি( জাইকা)  প্রতিনিধি উৎপল বিকাশ তঞ্চংগ্যা, যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী রীতি বিনয় চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  প্রশিক্ষণে ৪০ জন যুব প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। 

উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন- ভাতা নয় প্রশিক্ষণই মূল বিষয়।এছাড়া প্রশিক্ষণ গ্রহণের পর অভিজ্ঞতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক অামূল পরিবর্তন হবে বলে তিনি অাশা প্রকাশ করেন। 

 

তিনি বলেন পৃথিবী বদলে গেছে। অার সেই ধারাবাহিকতায় যুগের সাথে তাল মিলিয়ে চলতে কৃষি, গবাদিপশু - পাখি  পালন ইত্যাদি ব্যবস্থাপনায় উন্নয়নমুখী  ও দক্ষ জনশক্তি গড়ে তোলার চিন্তা করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত