রাঙামাটিতে মাস ব্যাপী বাণিজ্য মেলার শুরু

Published: 10 Oct 2019   Thursday   

রাঙামাটি জেলায় উৎপাদিত পন্য ও হস্তশিল্পকে দেশ-বিদেশে মধ্যে পরিচিতি করার লক্ষে বৃহস্পতিবার থেকে মাস ব্যাপী বানিজ্য মেলা শুরু হয়েছে।

 

রাঙামাটি চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রিসের আয়োজনে শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণে মাসব্যাপী বানিজ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। রাঙামাটি চেম্বার অফ কর্মাসের সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দীন,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ শাহ আলম। স্বাগত বক্তব্যে দেন মেলা কমিটির আহবায়ক ও চেম্বারের পরিচালক উসামং মারমা।


এদিকে আনুষ্ঠানিকভাবে শুরু হলেও মেলায় এখনো চলছে সাজসজ্জা আর স্টল প্রস্তুতিতে নির্মান কাজ। মেলায় স্থানীয়সহ বিভিন্ন স্থানের উৎপাদিত পন্য সামগ্রী প্রদর্শিত ও বিক্রয় করা হবে। সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা। মেলায় কোন প্রবেশমূল্য ধরা হয়নি। সকলের জন্য মেলা উম্মুক্ত করা হয়েছে।

 

রাঙামাটি চেম্বারের সভাপতি বেলায়েত হোসেন বেলাল জানান রাঙামাটিতে আর্ন্তজাতিক বাণিজ্য মেলা আয়োজনের কথা থাকলেও পর্যাপ্ত পরিবেশে ও সুযোগ না থাকায় এবছর আন্তর্জাতিক বাণিজ্য মেলা করা সম্ভব হচ্ছে না। তার পরেও রাঙামাটি চেম্বারের উদ্যোগে স্বল্প পরিসরে রাঙামাটি বাণিজ্য মেলা আয়োজন করা হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, এই বাণিজ্য মেলার মাধ্যমে স্থানীয়সহ বিভিন্ন স্থানের উৎপাদিত পন্য সামগ্রী প্রসার বাড়বে এবং পণ্যের মান হবে আরও উন্নত। বাণিজ্য সম্প্রসারণে নতুন রপ্তানি বাজার খুঁজে বের করার পাশাপাশি দক্ষতা ও পণ্যের মান বাড়ানোরও তাগিদ দেন তিনি।


চেম্বারের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, রাঙামাটিতে আর্ন্তজাতিক বাণিজ্য মেলা আয়োজনের কথা থাকলেও পর্যাপ্ত পরিবেশে ও সুযোগ না থাকায় এবছর আন্তর্জাতিক বাণিজ্য মেলা করা সম্ভব হচ্ছে না। তার পরেও রাঙ্গামাটি চেম্বারের উদ্যোগে স্বল্প পরিসরে রাঙামাটি বাণিজ্য মেলা আয়োজন করা হয়েছে। রাঙ্গামাটি ও রাঙ্গামাটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মেলায় ষ্টল দেয়া হয়েছে। মেলায় স্থানীয়সহ বিভিন্ন স্থানের উৎপাদিত পন্য সামগ্রী প্রদর্শিত ও বিক্রয় করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত