দৃষ্টিনন্দন কারুকাজে আসামবস্তি পূজা মন্ডপে বৈদিক সাজে দেবী দুর্গার অপরূপ মূর্তি

Published: 06 Oct 2019   Sunday   

রাঙামাটি শহরেরর আসামবস্তী শিতলা মন্দির পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে।

 

দৃষ্টি নন্দন কারুকার্যে  পূজা মন্ডপে  এবার  বৈদিক সাজে দেবী  দূর্গার অপরূপ মূর্তি। শুধু এক নজর মায়ের চরন দর্শনে ষষ্টি পূজোর দিন থেকে ঢল নেমেছে ভক্তদের। মহাষ্টমী ও মহানবমীতে অগণিত ভক্তরা শিতলা মন্দিরের পূজার প্রশংসা করেছেন। 

  

আয়োজকরা  জানান, দুর্গা মায়ের পড়নে রয়েছে বিমূহীত করার মতো অপূব অলংকার এবং দক্ষিণ ভারতের ঐতিহ্য বাহী ভারতনাট্যম পোশাক। শুধু তাই নাই সাথে রয়েছ তুর্ষার পর্বতের অপূর্ব কৃত্রিম পরিবেশ। সব মিলিয়ে আসামবস্তির দুর্গা পূজা সকলের মনযোগ কেড়ে প্রশংসিত হয়ে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত