পানছড়িতে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগের সচেতনতা লক্ষে কর্মশালা

Published: 02 Oct 2019   Wednesday   

শিশু ও নারী উন্নয়নে সচেতনতার লক্ষে খাগড়াছড়ির পানছড়িতে বুধবার দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে তথ্য মন্ত্রণালয় ও যোগাযোগ অধিদপ্তরের অর্থায়নে পানছড়ি উপজেলা পরিষদের সহায়তায় খাগড়াছড়ি জেলা তথ্য অফিস এর আয়োজন করে।


কর্মশালায় বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা ত্রিপুরা, জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ দুলাল হোসেন, উপজেলা হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডাঃ মিনাক্ষী চাকমা, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি নূতন ধন চাকমা, সাধারন সম্পাদক মোঃ শাহজাহান কবির সাজু পানছড়ি উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, প্রমূখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত