ধর্মীয় অনুভুতিতে আঘাতকারীর বিরুদ্ধে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Published: 02 Oct 2019   Wednesday   

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ), মাইজভান্ডার দরবার শরীফসহ বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে ফেসবুকে বিকৃত ও উস্কানিমূলক পোস্ট এবং শেয়ারের মাধ্যমে ধর্মীয় অনুভুতিতে আঘাতের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার শহরের রিজার্ভ বাজার জামে মসজিদ মুসল্লিদের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্যে দেন রাঙামাটি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ জামাল উদ্দিন, কাউন্সিলর করিম আকবর, রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব আনোয়ার মিয়া বানু, আমানতবাগ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলনা মোঃ আখতার হোসেন চৌধুরী প্রমুখ।

 

মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

 

মানববন্ধনে বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে ধর্মীয় অনুভুতিতে আঘাতকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় হরতালসহ বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারি দেন।

--হিলবিডি২৪.সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত