বান্দরবানে নিরীহ গ্রামবাসীদের উপর অত্যাচারের নিন্দা ডিওয়াইএফ`র

Published: 28 Sep 2019   Saturday   

বান্দরবানে সদর উপজেলাধীন কোয়ালং ইউনিয়নের দুটি গ্রামে সন্ত্রাসী কর্তৃক নিরীহ গ্রামবাসীদের উপর শারীরিক নিযাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ)।

 

শনিবার ডিওয়াইএফ-এর সভাপতি অংগ্য মারমা ও সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়েছে।

 

বিবৃতিতে অভিযোগ করা হয়, শুক্রবার রাতে বান্দরবান সদর উপজেলাধীন কোয়ালং ইউনিয়নের দুটি গ্রামে এএলপি বা তথাকথিত মগ পার্টির একদল সশস্ত্র দুর্বৃত্ত মিনঝিরি তঞ্চঙ্গ্যা পাড়া ও মিনঝিরি মারমা পাড়ায় হানা দিয়ে নিরীহ গ্রামবাসীর উপর অত্যাচার চালায়। এতে ডিওয়াইএফ-এর সাবেক সদস্য শুদ্ধমনি তঞ্চঙ্গ্যাসহ ১৪ জন আহত হন। সন্ত্রাসীরা উক্ত গ্রামের কার্বারীরা তাদের সাথে দেখা না করলে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

 

বিবৃতিতে  অবিলম্বে তথাকথিত এএলপির সশস্ত্র দুর্বৃত্তদের গ্রেফতার ও শাস্তি প্রদান, তাদের মদদদাতাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত