রাঙামাটিতে অ্যাকটিভ মাদার্স ফোরাম এর ভূমিকা ও করণীয় শীর্ষক কর্মশালা

Published: 16 Sep 2019   Monday   

রাঙামাটিতে অ্যাকটিভ মাদার্স ফোরাম এর ভূমিকা ও করণীয় শীর্ষক কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়েছে। 

 

সচেতন নাগরিক কমিটি (সনাক) , টিআইবি’র আয়োজিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহরের আশিকা কনভেনশন পার্কে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: খোরশেদ আলম। সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) তাপসী চাকমা। স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য চাঁদ রায়। এরিয়া ম্যানেজার বেনজিন চাকমা এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্বজন সদস্য কনিকা বড়–য়া ও ডা: রনজিৎ নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণে মায়েদের সাথে সেশন পরিচালনা করেন চট্টগ্রাম অঞ্চল এর প্রোগ্রাম ম্যানেজার মো: জসিম উদ্দিন এবং প্রধান শিক্ষকদের জন্য আলাদা সেশন পরিচালনা করেন কুমিল্লা অঞ্চলের প্রোগাম ম্যানেজার হুমায়ুন কবির। উক্ত কর্মশালায় রাঙামাটি পৌরসভা অন্তর্গত ২৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উক্ত বিদ্যালয়ের অ্যাকটিভ মাদার্স ফোরাম ফোরাম এর সমন্বয়কারীবৃন্দ অংশগ্রহণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: খোরশেদ আলম বলেন স্বচ্ছতা, জবাবদিহিতা ও শিক্ষার মান উন্নয়নের জন্য জেলায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাকটিভ মাদার্স ফোরাম গঠন করা হবে। তিনি বলেন একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করার জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা তথা মাদেরকেও গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে

 
তিনি আরো বলেন, অ্যাকটিভ মাদার্স ফোরাম সদস্যরা বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন তখনই সম্ভব হবে যখন শিক্ষক, এসএমসি ও অভিভাবকবৃন্দ সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয় উন্নয়নে ভূমিকা রাখবেন।


সভাপতির বক্তব্যে সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার বলেন, শিক্ষার মান উন্নয়নে সনাক কর্তৃক গৃহীত পদক্ষেপ জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে ছড়িয়ে দিতে হবে। তিনি আরো জানান, প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নের জন্য সনাকের এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তার সহযোগিতা অব্যহত রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত