রাঙামাটি কাউখালী উপজেলায় দুদকের সচিবের উপস্থিতিতে গণশুনানির আয়োজন

Published: 10 Sep 2019   Tuesday   

বুধবার সকালে রাঙামাটির কাউখালী উপজেলায় নাগরিক সেবা ও সুবিধাদি প্রাপ্তির ক্ষেতে উম্মুক্ত সমস্যাদি প্রবণ ও নিষ্পত্তি ও জবাবদিহিতা মুলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

দুদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কাউখালী উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা হলরুমে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন  দুদকের সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত।

 

অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন দুদকের রাঙামাটি এডি নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আলক, অতিরিক্ত পুলিশ সুপার জোনায়েদ কাউসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামশুদৌহা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরুপা তালুকদার।

 

আয়োজিত গণশুনানিতে উপজেলা প্রায় ১৫জন সেবা গ্রহীতা তাদের সমস্যা তুলে ধরলে তাৎক্ষণিকভাবে দুদকের সচিব সব কটি অভিযোগ সকল দপ্তরের কর্মকর্তাকে সমাধানের নির্দেশ দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে দুদকের সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেন, আমরা প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে সততার সাথে আমাদের দায়িত্ব পালন করতে পারি তবে দুর্নীতি অনেক আংশে কমানো সম্ভব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত