বরকলে ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় অান্তঃ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

Published: 08 Sep 2019   Sunday   

রাঙামাটির বরকলে রোববার থেকে স্কুল পর্যায়ে ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় আন্ত: ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।   

 

রোববার বরকলের মাঠ প্রাঙ্গনে খেলার  প্রতিযোগিতার  উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সুলতান আহমেদ। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বরকল উপজেলার একাডেমি সুপারভাইজার মোঃ তানভীর, বরকল উপজেলার সাবেক বীর মুক্তিযোদ্ধা করুনা মোহন চাকমা বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশান্ত বিকাশ চাকমা ও মতিলাল চাকমা  খুব্বাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন চাকমা বরুণাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশির কুমার চাকমা ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

 

ক্রীড়া প্রতিযোগিতায় বালক-বালিকাদের ফুটবল,হ্যান্ডবলসহ বিভিন্ন ইভেন্টে খেলাধুলার আয়োজন করা হয়। 

 

 খেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে বরকল উপজেলাধীন ৭ টি স্কুল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় জুনোপহর উচ্চ বিদ্যালয় বালক দল ১-০ গোলে বরকল মডেল সরকারি  উচ্চ বিদ্যালয়  শুভ সূচনা করে।  বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় বালিকা দল  ২-০ গোলে সুবলং উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।  

 

উল্লেখ্য,আগামী ৯ সেপ্টেম্বর চূড়ান্ত খেলায়  জুনোপহর উচ্চ বিদ্যালয় ও বরুণাছড়ি উচ্চ বিদ্যালয় মুখোমুখি হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.                                                                               

      

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত