পুলিশ সেবা সপ্তাহ’ উপলক্ষে চন্দ্রঘোনা থানা পুলিশের র‌্যালী ও আলোচনা সভা

Published: 28 Aug 2019   Wednesday   

"পুলিশকে সহায়তা করুন-পুলিশের সেবা গ্রহণ করুন" এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে।

 

এ উপলক্ষে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে কাপ্তাই উপজেলাধীন  চন্দ্রঘোনা থানা পুলিশ। বুধবার রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, রাইখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এনামুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইউসুফ তালুকদার, চন্দ্রঘোনা থানার এসআই মোঃ ইম্রাফিল, এসআই মোঃ মাসুদ কামাল, ইউপি সদস্যা মাসানু মারমা, সাবেক ইউপি সদস্য অজয় কুমার সেন(ধনা)। এসময় বিপুল সংখ্যক স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা, পুলিশের সেবা ট্রাফিক নিয়ম-কানুন সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশের কর্মকর্তাগণ নারী ও শিশু বান্ধব পুলিশিং সেবা, কমিউনিটি পুলিশিংয়ের সুফল, ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রদত্ত সেবাসসহ অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা কিভাবে আরো দ্রুত জনগনের দ্বারপ্রান্তে পৌঁছানো যায়, সে সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। পুলিশিং সেবা সহজতর করার লক্ষ্যে উপস্থিত জনতার পক্ষ হতেও পরামর্শ গ্রহণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত