বিলাইছড়িতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ

Published: 27 Aug 2019   Tuesday   

বিলাইছড়ি উপজেলায় মঙ্গলবার প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টান্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায় এবং বিলাইছড়ি উপজেলা পরিষদ এর আয়োজনে  প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। দুই দিন ব্যাপী প্রশিক্ষণে শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ মোট ২৩ জন অংশগ্রহণ করে।

 

 উপজেলা রিসোর্স সেন্টারে  আয়োজিত প্রশিক্ষণ উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী। উপজেলা প্রাথমিক ও গণশিক্ষা কমিটির সভাপতি এবং ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখীলেশ চাকমা, ইউআরসি এর ইন্সট্রাক্টর মোহাম্মদ বখতেয়ার হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা রুপময় চাকমা ও জাইকার উপজেলা ফ্যাসিলিটেটর খোকন বিকাশ ত্রিপুরা।

 

উল্লেখ্য, এই প্রশিক্ষণটি দুই ব্যাচে করানো হচ্ছে। এর আগে গেল ২৫ থেকে  ২৬ আগষ্ট পর্যন্ত দুইদিন ২৭ জনের একটি ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত