খাগড়াছড়ির দীঘিনালায় নিহত তিন জনের ময়নাতদন্ত সম্পন্ন- থানায় মামলা দায়ের

Published: 27 Aug 2019   Tuesday   

খাগড়াছড়ির দীঘিনালায় নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলিতে নিহত  তিন জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল ময়নাতদন্ত করা হয়। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়।

 

উল্লেখ্য, দীঘিনালা উপজেলার বড়াদম এলাকায় গেল সোমবার সকালে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে  গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে নিহত হন মেরুং বেতছড়ি গ্রামের ধন্যসেন চাকমার ছেলে নবীন জ্যোতি চাকমা (৩৮), ইন্দ্রমুনি পাড়ার তঙ্যারাম চাকমার ছেলে ভূজেন্দ্র চাকমা (৫২) ও হাচিনসনপুর গ্রামের সুজিত প্রিয় চাকমার ছেলে রুচিল চাকমা ওরফে রাসেল (২৬)।  নিহতরা ইউপিডিএফের কর্মী বলে জানা গেছে।

 

এদিকে সকালে দীঘিনালা থেকে নিরাপত্তা বাহিনীর প্রহরায় মরদেহগুলো হাসপাতালে আনা হয়। এদিকে নিহতদের মধ্যে নবীন জ্যোতি চাকমার মরদেহ পানছড়িতে এবং ভূজেন্দ্র চাকমা ও রুচিল চাকমা ওরফে রাসেলের মরদেহ দীঘিনালায় নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিকভাবে তাদের দাহক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

 

অপরদিকে এই ঘটনায় দীঘিনালা থানায় সোমবার  রাতে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। দীঘিনালা থানার এসআই পিজুস কান্তি দে বাদী হয়ে সংগঠিত হত্যাকান্ডের ঘটনায় একটি এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় অপর একটি মামলা করেন। দুটি মামলাতে ৬/৭জনকে অজ্ঞাত আসামী দেখানো হয়েছে। দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য লাশ নিয়ে আসা দীঘিনালা থানার এএসআই একরাম জানান ময়না শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিন জন লাশের মধ্যে একজনের লাশ পানছড়ি বাকী দুই জনের লাশ দীঘিনালা নিয়ে যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত