দীঘিনালায় ইউপিডিএফ কর্মী নিহতের ঘটনায় ঢাকায় পিসিপির বিক্ষোভ-সমাবেশ

Published: 27 Aug 2019   Tuesday   

দীঘিনালায় তিন ইউপিডিএফ কর্মী হত্যার ঘটনায় মঙ্গলবার  ঢাকায় পিসিপির বিক্ষোভ-সমাবেশ করেছে।

 

গণমাধ্যমে পাঠানো বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) ঢাকা শাখার দপ্তর সম্পাদক রনেল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পিসিপি ঢাকা শাখার সভাপতি শুভাশীষ চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন জ্যোতি চাকমার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বরুণ চাকমা,পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা ও হিল উইমেন্স ফেডোরেশনের কেন্দ্রীয় সভাপতি নিরুপা চাকমা।

 

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। পাহাড়ি জনগনের মতপ্রকাশের স্বাধীনতাকে ভূলন্ঠিত করা হচ্ছে দিনের পর দিন।যারা সরকারের অন্যায়-অবিচার,বৈষম্যর বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা,হত্যা-গুম করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সম্পূর্ণ রাজনৈতিক সমস্যা। একে রাজনৈতিকভাবেই  সমাধান করতে হবে। অস্ত্রের ভাষায় এ সমস্যার সমাধান হবে না। বরং তা রক্তপাতের দিকে ধাবিত করবে।পাহাড়ি জাতিসত্তাসমূহের সাংবিধানিক স্বীকৃতি ও তাদের স্ব-শাসিত হবার অধিকার প্রদান করতে হবে। বক্তারা তিন ইউপিডিএফ কর্মীর হত্যার বিচারের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত