বন্ধু চুলা বিতরন পরিবেশ সুরক্ষার পাশাপাশি অসহায় গরীব মানুষের উপকারে আসবে-মোঃ আকবর হোসেন চৌধুরী

Published: 26 Aug 2019   Monday   

রাঙামাটিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পরিবেশ বান্ধব বন্ধু চুলা বিতরন বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশন। রোববার সকালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বন্ধু চুলা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী।


শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত চুলা বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর পূলক দে, কাউন্সিলর রুপসী দাশ গুপ্তা, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের রাঙামাটি ইউনিট ম্যানেজার মোস্তাফিজ সাগর, শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের ম্যানেজার হাসিনা বেগম প্রমূখ।


প্রধান অতিথির বক্তব্যে পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পরিবেশ বান্ধব বন্ধু চুলা বিতরনের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি অসহায় গরীব মানুষের উপকার হবে।


শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের একর্মসূচী অব্যাহত রাখার আহবান জানিয়ে মেয়র বলেন এ সংস্থার এসব জনকল্যানমূখী কার্যক্রম অব্যাহত রাখতে ভবিষ্যতেও পৌরসভার পক্ষ থেকে সবরকমের সহযোগিতা করা হবে।


সভায় আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সনাতন চুলার ব্যবহারের কারনে ধোঁয়াজনিত রোগে বাংলাদেশে প্রতিবছর প্রায় ৪৬হাজার মানুষ মারা যায়, জ্বালানীর জন্য কাঠ ব্যবহার করা হয়, ফলে বৃক্ষ নিধন বাড়ছে। এসব কারনে বনাঞ্চল সংকুচিত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এসব বিষয়গুলো মাথায় রেখে সংস্থাটি তাদের গৃহিত এ কর্মসূচী শহরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পালন করা হবে বলে জানানো হয়।


এ কর্মসূচীর সহযোগিতায় ছিলেন মেয়র রাঙ্গামাটি পৌরসভা, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন(বন্ধু),বন্ধু চুলা তৈরী ও স্থাপনায় শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শাপলা স্যানিটারি প্রতিষ্ঠান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত