বিলাইছড়িতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

Published: 23 Aug 2019   Friday   

বিলাইছড়ি থানার কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে  ওপেন হাউস ডে অনুষ্টিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিলাইছড়ি  থানা প্র্াঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই ও বিলাইছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জোনায়েত কাউসার।  বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, ভাইস চেয়াম্যানদ্বয় রবিন তঞ্চগ্যা ও উৎপলা চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম  শহিদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চাকমা। এবং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধর্মীয় গুরু, সাধারন জনগন, শিক্ষক, ব্যবসায়ী, জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা। শিক্ষিকা সুমী চক্রবর্তীর সঞ্চালনায়  আরও বক্তব্য রাখেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ২নং কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান  অমরজীব চাকমা, বৌদ্বভিক্ষু আর্য্যলঙ্কার মহাথের ও  দেবতিষ্য ভিক্ষু, আ’লীগ নেতা সাথোয়াই মার্মা, প্রহর কান্তি চাকমা, শুভাশীষ কর, অমর কুমার তঞ্চঙ্গ্যা, বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী প্রদীপ দাশ ও সাংবাদিক পুষ্প মোহন চাকমা প্রমূখ।

 

সভায় বক্তারা বর্তমান বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ এর প্রশংসার করে বলেন, সম্প্রতি তার নেতৃত্বে টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশংকার সময় ভুক্তভোগীদের আশ্রয়স্থলে নেয়া ও সচেতন করা, ছেলে ধরা ও ডেঙ্গু  নিয়ন্ত্রণে সচেতনতা সভা করাসহ  বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালিত হয়েছে। এবং তিনি যেকোন সময়ে জণগণের পাশে থাকেন । বিলাইছড়ি উপজেলা একটি শান্তিপূর্ণ উপজেলা । তাই এখানে সবাই শান্তি চাই। এছাড়া বক্তারা অতীতের পুলিশের কিছু সমস্যার কথাও তুলে ধরেন।

 

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার জোনায়েত কাউসার বলেন, উন্নয়নের সুফল তৃণমূল পর্যায়ে পৌছে দিতে নিরাপত্তার প্রয়োজন। আমাদের এ বিষয়ে ঐক্যমত হওয়া দরকার । এবং দলমত নির্বিশেষে একযোগে কাজ করলে দেশের উন্নয়ন সম্ভব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত