আশুলিয়ায় মারমা গৃহবধুকে গণধর্ষণের ঘটনায় হিল উইমেন্স ফেডারেশনের উদ্বেগ ও নিন্দা

Published: 19 Aug 2019   Monday   

ঢাকার সাভারের আশুলিয়ায় ডেন্ডাবরে নতুন পাড়া এলাকায় স্বামীকে আটকে রেখে মারমা সম্প্রদায়ের এক পাহাড়ি নারীকে জোরপূর্বক গণধর্ষণের ঘটনায় ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ‘হিল উইমেন্স ফেডারেশন।

 

সোমবার হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ও শিশুরা এক বিভীষিকাময় দিন পার করছে। ধর্ষণের ক্ষেত্রে বিচারহীনতার সবচেয়ে বড় শিকার বাক-শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী, সংখ্যালঘু সম্প্রদায়, দলিত, চা-শ্রমিক ও দরিদ্রসহ সকল প্রান্তিক নারীরা। বিচারহীনতা সংস্কৃতি ও বিচারের দীর্ঘসূত্রতার কারণে নারী ও শিশুদের উপর এই ঘৃণ্য পাশবিক নির্যাতন দিন দিন বেড়ে চলেছে।

 

প্রেস বার্তায় আশুলিয়ায় মারমা নারীকে গণধর্ষণকারী নরপশুদের ও ময়মনসিংহে গারো তরুণীকে ধর্ষণের চেষ্টাকারী হাসপাতালে ব্যবস্থাপক আলম মিয়াসহ তার দোসরদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি  জানানো হয়।

 

উল্লেখ্য, গেল ১৩ আগষ্ট অবৈধভাবে মদ তৈরি অভিযোগের নাটক সাজিয়ে সাভারের আশুলিয়ায় এক মারমা দম্পতির ঘরে ঢুকে তিনজন বখাটে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। এছাড়া নারীর গলায় থাকা স্বর্ণের চেইনসহ নগদ প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ধর্ষণের ঘটনা প্রচার করলে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। এমতাবস্তায় ভিক্তিমের পরিবার প্রাণ ভয়ে দিন কাটাচ্ছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত