রাজস্থলীতে সেনাসদস্যদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ রাঙামাটি চেম্বার অব কমার্সের

Published: 19 Aug 2019   Monday   

রাঙামাটির রাজস্থলী উপজেলার দুর্গম গাইন্দা ইউনিয়নের পাইতু পাড়ায় টহলরত সেনা সদস্যদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি তীব্র নিন্দাও প্রতিবাদ এবং উক্ত হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তি দাবী জানিয়েছে।

 

সোমবার রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ এর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়, গেল রোববার রাজস্থলী উপজেলার দুর্গম গাইন্দা ইউনিয়নের পাইতু পাড়ায় টহলরত সেনা সদস্যদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায়  একজন সেনা সদস্য নিহত ও কয়েকজন সেনাসদস্য আহত হন। রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মনে করে এই হামলার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার জন্য সন্ত্রাসী গোষ্ঠীসহ একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র। যারা পার্বত্য চট্টগ্রামের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে হীন স্বার্থ চরিতার্থ করার স্বপ্ন দেখছে। পার্বত্য চট্টগ্রামের ব্যবসাবান্ধব শান্তিপূর্ণ পরিবেশকে বিঘিœত করে অঞ্চলে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় এটি তাদেরই কাজ।

 

প্রেস বার্তায় রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পার্বত্য চট্টগ্রামে ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখার স্বার্থে যৌথ বাহিনীর কমান্ডিং অপারেশনের মাধ্যমে উক্ত হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবী  জানানো হয়েছে। পাশাপাশি পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ও অক্ষন্ডতা রক্ষার পবিত্র দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ সেনাবহিনী ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে প্রেস বার্তায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত