বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বিনম্র শ্রদ্ধাভরে স্বরণ করলো রাঙামাটিবাসী

Published: 15 Aug 2019   Thursday   

আজ বৃহস্পতিবার শোকাবহ ১৫ আগষ্ট। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। রাঙামাটিতে বিন¤্র শ্রদ্ধাভরে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে গভীর শ্রদ্ধার সাথে পালন করছে দিনটি।

 

জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভেদভেদীতে বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়। রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ, পুলিশ সুপার আলমগীর কবীরসহ সর্বস্তরের মানুষ জাতির পিতাকে স্মরণ করে বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তবক অর্পন করেন।

 

পরে বের করা হয় শোক র‌্যালী। র‌্যালীটি রাঙামাটি বঙ্গবন্ধু মুরাল থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়।

 

পরে শিল্পকলা একাডেমীতে শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের ভাইস চেন্সেলর ড. প্রদানেন্দু চাকমা, রাঙামাটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ কামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এছাড়া রাঙামাটির বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেনারেল হাসপাতালে সকালে অনুষ্ঠিত হয় সেচ্ছায় রক্তদান কর্মসূচী। এছাড়া বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত