বরকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

Published: 15 Aug 2019   Thursday   

রাঙামাটির বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার জাতির  পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে শোক র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‌্যালীটি বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।       

           

পরে উপজেলা কনফারেন্স কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন। এসময়  উপস্থিত ছিলেন  বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন, প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা পলি রানী ঘোষ নির্বাচন অফিসের কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।অন্যান্যদের মধ্যে উপস্থিতছিলেন অাইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মন্টুমনি চাকমা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রিয় রতন চাকমা বরকল শাখার সোনালী ব্যাংকের ম্যানেজার জসলিন চাকমা ও টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ব্যবস্থাপক চিচিমুনি চাকমা সহ সকল দপ্তরের  কর্মকর্তা ও কর্মচারীরা।

 

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৬ জন যুবককে ৪ লক্ষ ২৫ হাজার টাকা যুব ঋণ প্রদান ও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.                   

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত