কাপ্তাইয়ে ‘এডিস মশা ও ডেঙ্গু জ্বর’ নিয়ন্ত্রণে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নৌবাহিনী

Published: 08 Aug 2019   Thursday   

‘এডিস মশা ও ডেঙ্গু জ্বর’ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ উদ্দীপনায় কাপ্তাই এলাকায় প্রচার ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

 

বৃহস্পতিবার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল এম জাহাঙ্গীর ও কাপ্তাই জেলা নৌ স্কাউট এর সম্পাদক মাহাবুব হাসান বাবুসহ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও নৌ সদস্যগন অংশগ্রহণ করে।

 

কর্মসূচীর শুরুতেই তাঁরা জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সম্মুখে সমাবেশের আয়োজন করে। সমাবেশে সচেতনতামূলক কিছু ব্যানার ফেস্টুন টানানো হয় এবং ডেঙ্গু জ্বর হলে করনীয় বিষয়ে বিস্তারিত পরামর্শ প্রদান করেন নৌবাহিনী ঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জমের সিনিয়র মেডিক্যাল অফিসার সার্জন লেফটেন্যান্ট এম রাফি-উল-হাসান।

 

শেষে নৌবাহিনীর সদস্যগণ ও নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীগন কাপ্তাই এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতার ও এডিস মশা ধ্বংসের জন্য নৌবাহিনীর সদস্যগণ বিভিন্ন এলাকায় ফগার মেশিন ও স্প্রে মেশিনের মাধ্যমে কীটনাশক ছিটানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত