কাপ্তাই উপজেলা প্রশাসনের ডেঙ্গুজ্বর প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

Published: 08 Aug 2019   Thursday   

ডেঙ্গুজ্বর প্রতিরোধে সারাদেশের ন্যায় বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সমগ্র উপজেলা জুড়ে একযোগে বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচী পালিত হয়েছে।

 

 অভিযানের অংশ হিসাবে  উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, কেপিএম, হাটবাজার, হাসপাতাল এবং বাড়ীর আশপাশ পরিস্কার-পরিচ্ছন্নতা করাসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের  কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বাংলাদেশ স্কাউটস, নৌ-স্কাউটস, রেডক্রিসেন্টের সদস্য, জনপ্রতিনিধি, আইন-শৃংখলা বাহিনীর  সদস্য, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, ক্রীড়া সংস্থা, শিল্পকলা একাডেমি এবং সর্বস্তরের জনগণ উপজেলা জুড়ে এই অভিযানে অংশ নেয়।

 

এদিকে অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার সকালে উপজেলা সদর হতে বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন,  নৌ- বাহিনী স্কুল এন্ড কলেজের উপাধক্ষ্য এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন,কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, স্কাউটসের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুুয়া, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ অভিযানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কাউটসের সদস্য, রেডক্রিসেন্ট,  শিক্ষাপ্রতিষ্ঠান সমুহের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্বরের জনগন অংশ নেয়।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, ডেঙ্গুজ্বর প্রতিরোধে কাপ্তাইের উপজেলা জুড়ে পরিস্কার-পরিচ্ছন্না অভিযান, সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসাবে সমগ্র উপজেলা জুড়ে একযোগে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত