ওয়াগ্গায় বঙ্গবন্ধুকে নিয়ে কাপ্তাই তথ্য অফিসের চলচ্চিত্র প্রদর্শন

Published: 07 Aug 2019   Wednesday   

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকি এবং জাতীয় শোক দিবসকে সামনে রেখে কাপ্তাই তথ্য অফিসের মাসব্যাপী বিভিন্ন কর্মসুচীর অংশ হিসাবে মঙ্গলবার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা  হাই স্কুলে "বঙ্গবন্ধু সরকারের সাড়ে ৩ বছর( সোনালি দিন)" শীর্ষক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

 

চলচ্চিত্রে জাতির জনকের সংগ্রামী জীবনের বিভিন্ন কর্মকান্ড , বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান, ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ এবং সেই সময় তার সরকারের উন্নয়ন কর্মকান্ড ও কর্মময় জীবনের অংশ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়। এসময় কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন, ওয়াগ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক সুবিমল  তনচংগ্যা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার, তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামসহ স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই তথ্য অফিস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং জনবহুল স্থানে চলচ্চিত্র প্রদর্শন এবং পোস্টার লাগানো কর্মসুচী করে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত